বিল পরিশোধ করার সময় জাল নোটসহ আটক ১

রেস্টুরেন্টে নাশতা খেয়ে বিলের টাকা পরিশোধ করার সময় জাল ৫০০ টাকার দুটি নোটসহ ইসলাম উদ্দিন (৬০) নামের একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। আটক ইসলাম উদ্দিনের বাড়ি জেলার জুড়ী উপজেলার কালিনগর গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, ইসলাম উদ্দিন বৃহস্পতিবার সন্ধ্যায় দাসেরবাজার এলাকার মাহি রেস্টুরেন্টে নাশতা খেয়ে বিল পরিশোধ করতে গিয়ে একটি ৫০০ টাকার নোট দেন। এ সময় রেস্টুরেন্টের মালিক মনির উদ্দিনের কাছে নোটটি জাল বলে সন্দেহ হয়। নোটটি জাল হিসেবে শনাক্ত হওয়ার পর তাঁর কাছে আরও একটি জাল নোট পাওয়া যায়। পরে ইসলাম উদ্দিনকে আটক করে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে।

আজ শুক্রবার বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস বলেন, আটক ওই ব্যক্তির নামে মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।