বিস্ময়কর খুদে ক্রিকেটার সাদিদের দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

আসাদুজ্জামান সাদিদের লেখাপড়া ও ক্রিকেট প্রশিক্ষণের যাবতীয় ব্যয় বহনের দায়িত্ব নিয়েছেন বরিশাল জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের সরকারি বাসভবনে
ছবি: প্রথম আলো

বিস্ময়কর খুদে ক্রিকেটার আসাদুজ্জামান সাদিদের লেখাপড়া ও ক্রিকেট প্রশিক্ষণের যাবতীয় ব্যয় বহনের দায়িত্ব নিয়েছেন বরিশাল জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার। বৃহস্পতিবার রাতে সরকারি বাসভবনে শিশু সাদিদকে ডেকে নিয়ে জেলা প্রশাসক তাঁর দায়িত্ব নেওয়ার কথা জানান।

সাদিদ তার মামা সিরাজুল ইসলামের সঙ্গে জেলা প্রশাসকের বাসভবনে আসে। জেলা প্রশাসক সাদিদের কাছ থেকে তার ক্রিকেট নিয়ে স্বপ্নের কথা শোনেন। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর খান সেখানে উপস্থিত ছিলেন।
সাদিদ জানায়, সে রশিদ খানের মতো স্পিন বোলার হতে চায়। একই সঙ্গে সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার হওয়ার স্বপ্ন তার। হতে চায় জাতীয় দলের খেলোয়াড়।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ‘সাদিদের বোলিং প্রতিভা বরিশাল তথা বাংলাদেশকে বিশ্বের কাছে অন্য রকমভাবে চেনাতে পেরেছে। বাংলাদেশি হিসেবে আমি এ নিয়ে গর্ববোধ করছি। আমার চেনা সবাইকেই দেখছি এই নিয়ে গর্ব করতে। সে যেন আনন্দ নিয়ে খেলতে পারে, সে পরিবেশ তৈরি করে দিতে হবে। মনের আনন্দে নিয়মিত খেলতে থাকলে তার জাদুকরি বোলিং আরও ক্ষুরধার হবে। ওর যত্ন নিতে হবে। উপযুক্ত যত্নের অভাবে যেন ওর হাতের জাদু হারিয়ে না যায়। সাদিদের প্রতিভা ধরে রাখতে সব ধরনের সহায়তা দেওয়া হবে।’

ছয় বছর বয়সী শিশু আসাদুজ্জামান সাদিদের লেগ স্পিন বোলিংয়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। তা নজর কাড়ে ভারতীয় বিখ্যাত ক্রিকেটার শচীন টেন্ডুলকারের। ১৪ অক্টোবর ‘লিটল মাস্টার’ শচীন তাঁর ফেসবুক পেজে ওই ভিডিও আপলোড করে লিখেছেন, ‘ওয়াও! এক বন্ধুর কাছ থেকে ভিডিওটা পেলাম। দুর্দান্ত! এই খেলার প্রতি ছেলেটির ভালোবাসা ও আবেগ সুস্পষ্ট।’

খুদে এই ক্রিকেট প্রতিভার ভিডিওটি চোখ এড়ায়নি অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শেন ওয়ার্নের। ২০ অক্টোবর টুইটারে তিনিও এই খুদে ক্রিকেটারের বোলিংয়ের ভিডিও আপলোড করে লিখেছেন, ‘ওয়াও! আমার কাছে মাত্র পাঠানো হলো এটা। কী দারুণ! কে এই ছেলে? অসাধারণ! চালিয়ে যাও। বোলিং...।’

মুগ্ধ হওয়ার মতোই স্পিন বল করে সাদিদ। বিশাল বিশাল বাঁকে বোকা বনে যায় ব্যাটাররা। বুঝে ওঠা কঠিন, বল কোথায় পড়ে কোন দিকে বাঁক নেবে। ওই ভিডিও প্রথমে দেশের মধ্যেই আলোড়ন তোলে। শেয়ার করে প্রশংসা করেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফীস। এত এত প্রশংসা পেয়ে কেমন লাগছে সাদিদের? এ নিয়ে সাদিদের একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে প্রথম আলোয়। বরিশাল নগরের উলালঘূণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র সাদিদ। নগরের ৪ নম্বর ওয়ার্ডের মহাবাজ এলাকায় মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকে সে।