বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দীঘিনালায় মঙ্গল শোভাযাত্রা

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে পার্বত্য ভিক্ষু সংঘের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা। আজ রোববার সকালে খাগড়াছড়ির দীঘিনালার ভাঙা বিল্ডিং এলাকায়
ছবি: প্রথম আলো

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দেশ, জাতি ও বিশ্বের সব প্রাণীর মঙ্গল কামনায় খাগড়াছড়ির দীঘিনালায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ দীঘিনালা উপজেলা শাখা আয়োজিত শোভাযাত্রায় শত শত বৌদ্ধধর্মাবলম্বী নারী–পুরুষ তাঁদের ঐতিহ্যবাহী পোশাক পরে অংশগ্রহণ করেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ রোববার সকালে উপজেলার লারমা স্কয়ার থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের করা হয়, যা উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ দীঘিনালা উপজেলা শাখার সভাপতি চন্দ্রকীর্তি মহাস্থবিরের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, সংগঠনের উপদেষ্টা বিশুদ্ধানন্দ মহাস্থবির, কবাখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, দীঘিনালা ইউপি চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা ও পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের দীঘিনালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক লোকমিত্র ভিক্ষু।

দেশ, জাতি ও বিশ্বের সব প্রাণীর মঙ্গল ও শান্তি কামনা করে সমবেত প্রার্থনা শেষে বক্তারা বলেন, সারা বিশ্বে বুদ্ধের শান্তি ও অহিংসার বাণী ছড়িয়ে দিতে হবে। হিংসা–হানাহানি নয়, সবার মধ্যে মৈত্রীর বন্ধন সৃষ্টি করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে হবে।

এ ছাড়া বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বিভিন্ন বৌদ্ধবিহারে সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, বুদ্ধপূজা, সমবেত প্রার্থনাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।