বেইলি সেতুর পাটাতন ভেঙে চাঁদপুর-শরীয়তপুর সড়কে যান চলাচল বন্ধ

শরীয়তপুর জেলা

শরীয়তপুর-চাঁদপুর সড়কের শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বালার বাজার এলাকায় বেইলি সেতুর পাটাতন ভেঙে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ কারণে ওই সেতুর দুই পাশে শতাধিক গাড়ি আটকা পড়েছে।

সড়ক ও জনপথ বিভাগ শরীয়তপুর কার্যালয় সূত্র জানায়, চাঁদপুর-শরীয়তপুর সড়কে পাঁচটি স্থানে বেইলি সেতু রয়েছে। সেতুগুলো পুরোনো ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই পাটাতন ভেঙে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সড়কের বালার বাজার সেতুতে মালবাহী একটি ট্রাক ওঠার পর সেতুর পাটাতন ভেঙে যায়। রাত সাড়ে ১০টা পর্যন্ত সেতুর দুই প্রান্তে অন্তত ১০০ গাড়ি আটকা পড়েছে।

বালার বাজারের ব্যবসায়ী হরলাল মৈশাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সেতুটির পাটাতন ভেঙেছে রাত সাড়ে ৯টার দিকে। কিন্তু সাড়ে ১০টা পর্যন্ত সড়ক বিভাগ থেকে মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। এই সড়ক দিয়ে দক্ষিণ–পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ চট্টগ্রামে যাতায়াত করে।

সাতক্ষীরা-চট্টগ্রাম পথে যাতায়াতকারী ট্রাকচালক সাব্বির হোসেন মুঠোফোনে বলেন, সেতুর দুই পাশে ২০টি যাত্রীবাহী বাস ও ৮০-৯০ টি পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। সড়ক বিভাগে খবর পাঠানো হয়েছে। তারা এখনো পৌঁছেনি। এখন সারা রাতই এখানে অপেক্ষা করতে হবে।

সওজের শরীয়তপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান প্রথম আলোকে বলেন, বেইলি সেতুর পাটাতন ভেঙে পড়ার খবর পেয়ে তা সংস্কারের জন্য কর্মীদের সেখানে পাঠানো হয়েছে। রাতের মধ্যেই সংস্কার করে সেতুর ওপর দিয়ে যানবাহন চালু করা সম্ভব হবে।