বেগমগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ চলছে, ভোটার উপস্থিতি কম

বেগমগঞ্জ উপজেলা পরিষদের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল সোয়া নয়টায় একলাশপু ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
প্রথম আলো

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টায় ১৪৬টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ১৬ হাজার। এর মধ্যে নারী ২ লাখ ও পুরুষ ২ লাখ ১৬ হাজার।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। পুলিশের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৬টি মোবাইল টিম, ১৬টি স্ট্রাইকিং ফোর্স, নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। এর বাইরে প্রতিটি কেন্দ্রে মোট ১৮ জন নিরাপত্তাকর্মী মোতায়েন আছেন।

সকাল সোয়া নয়টায় উপজেলার একলাশপুর ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একলাশপুর পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে হাতেগোনা কয়েকজন ভোটারের উপস্থিতি দেখা গেছে। প্রায় একই চিত্র চোখে পড়ে বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল সোয়া ১০টায়। এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এ এস এম এহসান কবির প্রথম আলোকে বলেন, কেন্দ্রে ভোটারের উপস্থিতি তেমন নেই। ৩ হাজার ৪২৮ জন নারী ভোটারের এই কেন্দ্রটিতে সকাল সোয়া ১০টা পর্যন্ত ৫০টির মতো ভোট পড়েছে।

২৭ সেপ্টেম্বর বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা মারা যাওয়ায় পদটি শূন্য হয়। এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। তাঁরা হলেন সদ্য প্রয়াত উপজেলা পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বাদশার স্ত্রী শাহনাজ বেগম, বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে মঞ্জুরুল আজিম সুমন, জেএসডির মনোনীত মশাল প্রতীকে মো. মজিবুর রহমান ও আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জোবায়ের হোসেন।