বেগমগঞ্জে আসামিপক্ষের হামলায় দুই পুলিশ আহত

প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মামলার তদন্ত করতে গিয়ে আসামিপক্ষের লোকজনের হামলায় পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের উত্তর অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
হামলায় আহত দুজন হলেন বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ছাকিদুল। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে এসআই মাসুদ আলম ও এএসআই মো. ছাকিদুল একটি মামলার তদন্ত করতে উত্তর অভিরামপুর এলাকায় যান। সন্ধ্যা ছয়টার দিকে তাঁরা মামলার এক সাক্ষীর বক্তব্য শোনার সময় আসামিপক্ষের লোকজন সেখানে হাজির হন এবং একাধিকবার সাক্ষীকে হুমকি-ধমকি দিতে থাকেন। এ সময় সাক্ষীকে রক্ষা করতে গেলে আসামিরা পুলিশের ওই দুই কর্মকর্তার ওপর অতর্কিত হামলা চালান। তাঁরা দুই পুলিশ কর্মকর্তাকে কিলঘুষি মেরে গুরুতর আহত করেন। খবর পেয়ে বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান সিকদার অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান এবং হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করেন। এ সময় পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত অভিযোগে সুয়াদুল ইসলাম ওরফে ফাহাদসহ (২৫) দুজনকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার প্রথম আলোকে বলেন, পুলিশের ওই দুই কর্মকর্তা একটি মামলার তদন্ত করতে ওই এলাকায় গিয়েছিলেন। তদন্তকালে সাক্ষীকে আসামিপক্ষের লোকজন পুলিশের সামনেই হুমকি-ধমকি ও মারধর করতে উদ্যত হন। সাক্ষীকে রক্ষা করতে এগিয়ে গেলে পুলিশের ওপরও হামলা চালানো হয়।

ওসি কামরুজ্জামান সিকদার আরও বলেন, হামলার ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।