বেনাপোল থেকে সাত রোহিঙ্গা আটক

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাত রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুরে বেনাপোল বন্দর থানার পুটখালী সীমান্ত থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের পাচারের জন্য আনা হয়েছিল কি না, তা বলতে পারছে না বিজিবি।

আটক হওয়া রোহিঙ্গাদের মধ্যে তিনজন পুরুষ, দুজন নারী, একজন কিশোরী ও এক শিশু রয়েছে। খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর-ই-এলাহী বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা এই রোহিঙ্গারা কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি রোহিঙ্গা শিবিরে ছিল। ভারতে যাওয়ার জন্য সেখান থেকে তারা পালিয়ে বেনাপোলে এসেছিল। খবর পেয়ে বিজিবি তাদের আটক করেছে।

মনজুর-ই-এলাহী আরও বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমচেষ্টার অভিযোগে এই রোহিঙ্গাদের বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাঁদের থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।