বেনাপোল বন্দরে ট্রাকের ভেতর থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার

লাশ উদ্ধার
প্রতীকী ছবি

যশোরের বেনাপোল স্থলবন্দরে একটি ট্রাক থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে স্থলবন্দরের ৩১ নম্বর গুদামের সামনে পার্ক করে রাখা একটি ভারতীয় ট্রাকের ভেতর ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মারা যাওয়া ব্যক্তির নাম লিনগালা রাজামাল্লাহ (৪৩)। তাঁর বাড়ি ভারতের অন্ধ্র প্রদেশে। তিনি ওই ট্রাকের চালকের সহকারী হিসেবে কাজ করতেন।

বেনাপোল বন্দর ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে বেনাপোল বন্দরের গুদামে পণ্য খালাসের অপেক্ষায় ট্রাকটি দাঁড়িয়ে ছিল। খনিজ সম্পদ মন্ত্রণালয় তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য ট্রাকটিতে বিস্ফোরক দ্রব্য আমদানি করে। এ সময় ট্রাকের ভেতর গলায় রশি দিয়ে ঝোলানো একটি লাশ দেখে হইচই পড়ে যায়। তখন বন্দর কর্তৃপক্ষ বন্দর থানায় খবর পাঠালে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

খবর পেয়ে যশোরের সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান, স্থলবন্দরের উপপরিচালক আবদুল জলিল ও মামুন কবির তরফদার এবং বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

বেনাপোল বন্দর থানার ওসি মামুন খান বলেন, ট্রাকের ভেতরে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় একটি লাশ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে বিষয়টা আরও পরিষ্কার হবে।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার বলেন, ১৫ জানুয়ারি ভারত থেকে ১১টি ট্রাকে বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়। বিস্ফোরকবাহী একটি ট্রাকের ভেতর চালকের একজন সহকারীর লাশ ঝুলতে দেখে পুলিশে খবর পাঠানো হয়। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে।