বেনাপোল বন্দরে ব্লিচিং পাউডারবোঝাই ট্রাকে বিস্ফোরণ, আগুন

যশোরের বেনাপোল স্থলবন্দর
ফাইল ছবি

যশোরের বেনাপোল স্থলবন্দরে ব্লিচিং পাউডারবোঝাই একটি ট্রাক আগুনে পুড়ে গেছে। আজ সোমবার সন্ধ্যায় বন্দরের ৩৫ নম্বর গুদামের সামনে মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ট্রাকে এ ঘটে। পণ্য খালাসের অপেক্ষায় ওই ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল।

বন্দর সূত্রে জানা গেছে, যশোর-বেনাপোল জাতীয় মহাসড়কের পাশে বন্দরের ৩৫ নম্বর গুদামের সামনে ব্লিচিং পাউডারবোঝাই একটি ভারতীয় ট্রাক দাঁড়ানো ছিল। এর মধ্যে আজ সন্ধ্যায় ভারী বর্ষণ ও দফায় দফায় বজ্রপাত শুরু হয়। এ সময় হঠাৎ ওই ট্রাকে বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের ঘণ্টাখানেক পরে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভাতে যান। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ট্রাকটি ভস্মীভূত হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মামুন তরফদার বলেন, ব্লিচিং পাউডারের মতো দাহ্য পদার্থ থাকলে ট্রাক বন্দরের ভেতরে গুদামে নেওয়া হয় না। বেশ কিছুদিন ধরে বিস্ফোরক পণ্যবোঝাই ট্রাকটি বন্দরের বাইরে সড়কের পাশে রাখা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির পানি পড়ার কারণে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে।