বেনাপোল বন্দরে ব্লিচিং পাউডারবোঝাই ভারতীয় ছয়টি ট্রাক ভস্মীভূত

অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

যশোরের বেনাপোল স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্লিচিং পাউডারবোঝাই ভারতীয় ছয়টি ট্রাক ভস্মীভূত হয়েছে। আজ শুক্রবার সকালে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তবে কী কারণে আগুন লেগেছে বা কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি বন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল বন্দরের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে স্থানীয় লোকজন স্থলবন্দরের ৩৮ নম্বর গুদামের সামনে রাখা কয়েকটি ট্রাকে আগুন জ্বলতে দেখেন। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পাঁচটি ট্রাক পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। অপর একটি ট্রাক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার প্রথম আলোকে বলেন, আগুনে ব্লিচিং পাউডারবোঝাই ছয়টি ট্রাকের মধ্যে পাঁচটি পুরোপুরি পুড়ে গেছে। আরেকটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কী কারণে আগুনের সূত্রপাত ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। তবে ট্রাকে অতিরিক্ত গরম হওয়ার কারণে ব্লিচিং পাউডারে অনেক সময় আগুন লাগতে পারে।