বেনাপোল স্থলবন্দর দিয়ে স্টুডেন্ট ভিসায় ভারতে যাওয়া বন্ধ

যশোরের বেনাপোল স্থলবন্দর
ফাইল ছবি

স্টুডেন্ট ভিসায় ভারতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভারতে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। করোনার নতুন ধরন অমিক্রন সংক্রমণ রোধে ১৭ ডিসেম্বর থেকে ভারত সরকার দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের যাওয়া বন্ধ করে দেয়। তবে যেসব শিক্ষার্থীর পরীক্ষা আছে, প্রমাণ সাপেক্ষে কেবল তাঁদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানায়, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ জন ভারতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ভারতে যান। কিন্তু করোনার নতুন ধরন অমিক্রন সংক্রমণ ঠেকাতে ১৭ ডিসেম্বর থেকে ভারত সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের ভারতে প্রবেশ বন্ধ রেখেছে। তবে যেসব শিক্ষার্থীর দুই-এক দিনের মধ্যে পরীক্ষা আছে এবং তার প্রমাণ সাপেক্ষে কেবল তাঁদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

আজ বুধবার বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মুজিবুর রহমান বলেন, গত পাঁচ দিনে কয়েকজন শিক্ষার্থীর পাসপোর্টে বহির্গমন সিল দিয়ে ভারতে পাঠানো হয়। কিন্তু ভারতের পেট্রাপোল ইমিগ্রশন এন্ট্রি সিল না দিয়ে তাঁদের দেশে ফেরত পাঠিয়ে দেয়। তবে যেসব শিক্ষার্থীর দুই-এক দিনের মধ্যে পরীক্ষা আছে, কেবল তাঁদের যথোপযুক্ত প্রমাণ সাপেক্ষ ভারতে যেতে দেওয়া হচ্ছে। সে ক্ষেত্রে শিক্ষার্থীদের পাসপোর্ট আগে পেট্রাপোল ইমিগ্রেশনে অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে। তবে স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে মেডিকেল ও বিজনেস ভিসায় যাতায়াত চালু আছে।