বেপরোয়া গতিই কাল হলো দুই বন্ধুর

দুই বন্ধু। দুজনই কলেজশিক্ষার্থী। একজনের বয়স ১৮ বছর, অন্যজনের ২০। শখ করে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন দুজন। বেপরোয়া গতিতে বাইক চালানোয় কাল হলো তাঁদের। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় এক বন্ধু নিহত হয়েছেন। গুরুতর আহত অপর বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার দুপুরে ঘটনাটি ঘটে পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাটুলিপাড়া গ্রামের টেবুনিয়া-বাঘাবাড়ী আঞ্চলিক সড়কে। নিহত ওই তরুণের নাম শিপন আহম্মেদ (১৮)। তিনি ফরিদপুর উপজেলার বেরহাউলিয়া গ্রামের সাইদুল মোল্লার ছেলে ও ভাঙ্গুড়ার হাজি জামাল উদ্দিন ডিগ্রি কলেজের মার্কেটিং বিষয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র ছিলেন। আহত তরুণের নামে বকুল হোসেন (২০)। তিনি একই গ্রামের ফজর আলীর ছেলে। তিনিও কলেজশিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বেলা আড়াইটার দিকে দুই বন্ধু ওই সড়কে বেপরোয়া গতিতে মোটরবাইকে ঘুরছিলেন। বাইকটি চালাচ্ছিলেন বকুল হোসেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে বাইকটির ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত পেয়ে দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসকেরা শিপনকে মৃত ঘোষণা করেন। বকুলের অবস্থার অবনতি হলে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সওগাত এহসান বলেন, দুজনই মাথায় ও শরীরে আঘাত পান। ধারণা করা হচ্ছে, আঘাতের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে একজনের মৃত্যু হয়েছে। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।