বেরোবিতে জাতীয় পতাকার বিকৃতি: থানায় অভিযোগ, নগরে মানববন্ধন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা বিকৃতির প্রতিবাদে মহানগর যুবলীগের মানববন্ধন। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের পার্ক মোড়ে
প্রথম আলো

মহান বিজয় দিবসে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আট শিক্ষকসহ ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা পড়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আরিফুল ইসলাম আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর তাজহাট থানায় এই অভিযোগ দেন।

অভিযোগে বলা হয়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিফলকের সামনে জাতীয় পতাকার সবুজের মধ্যে গোলাকার লাল অংশ বিকৃতির মাধ্যমে আয়তকার করে প্রদর্শন করা হয়েছে। এ ছাড়া পতাকাটি নিম্নমুখী করে ধরে পায়ের নিচে ফেলা হয়। এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা হলে সবার দৃষ্টিগোচর হয়।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকাতা বিভাগের সহকারী অধ্যাপক তবিউর রহমান প্রধান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পরিমল চন্দ্র বর্মন, ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক শামীম হোসেন, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সোহাগ আলী, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মাহামুদুল হাসান, সমাজবিজ্ঞান বিভাগের রাম প্রসাদ বর্মণ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রহমতুল্লাহ, একই বিভাগের সহকারী অধ্যাপক কাইয়ুম, উপাচার্যের পিএস আমিনুর রহমানের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া আরও ৮–৯ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়।

বাংলাদেশের পতাকা বিধিমালা–১৯৭২ অনুযায়ী, জাতীয় পতাকা গাঢ় সবুজ রঙের হবে এবং ১০: ৬ দৈর্ঘ্য ও প্রস্থের আয়তক্ষেত্রাকার সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্ত থাকবে। লাল বৃত্তটি পতাকার দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ ব্যাসার্ধবিশিষ্ট হবে।

বিজয় দিবসের দিনে তোলা শিক্ষকদের এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে
সংগৃহীত

ঘটনার বিষয়ে যোগাযোগ করা হলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তবিউর রহমান প্রধান বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি এ নিয়ে তেমন কোনো মন্তব্য করতে অপরাগতা প্রকাশ করেছেন।

এদিকে জাতীয় পতাকা বিকৃতির প্রতিবাদে আজ বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের পার্ক মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। রংপুর মহানগর যুবলীগ এবং ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিবার, রংপুর’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

থানায় অভিযোগ প্রসঙ্গে তাজহাট থানার পরির্দশক (তদন্ত) রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।