বেলকুচিতে অষ্টম শ্রেণির ছাত্রীর বিবাহ বন্ধ

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেলকুচি পৌরসভার একটি বাড়িতে গতকাল বৃহস্পতিবার রাত প্রায় নয়টার দিকে বাল্যবিবাহের আয়োজন চলছিল। বরের বাড়ির বেশ কয়েকজন বিয়েবাড়িতে এসেছেন। বর তখনো আসেননি। চলছে বর আগমনের অপেক্ষা।

কনে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী (১৪)। বর জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। পেশায় নির্মাণশ্রমিক (২৩)। কিন্তু বর আসার আগেই অষ্টম শ্রেণির ছাত্রীর বিবাহ হচ্ছে, এমন সংবাদ পেয়ে বিয়েবাড়িতে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। কনের বাবাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বোঝানো হলে তিনি তাঁর ভুল বুঝতে পারেন এবং তাঁর মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দেবেন না বলে মুচলেকা দেন।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন পেশকার মো. হাফিজ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যরা।

এ ব্যাপারে জানতে চাইলে আজ শুক্রবার দুপুর ১২টার দিকে মো. আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, বাল্যবিবাহবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। বেলকুচি উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।