বেলাবতে বাস–প্রাইভেট কার সংঘর্ষ, নিহত ৪

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাব উপজেলার জঙ্গুয়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেট কার। শুক্রবার বিকেলে তোলা ছবি
প্রথম আলো

নরসিংদীর বেলাবতে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালকসহ চার যাত্রী নিহত ও একজন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল চারটার দিকে বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নে মহাসড়কের জঙ্গুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন। তিনি জানান, এ ঘটনায় প্রাইভেট কারটির চালকসহ চার যাত্রী নিহত হয়েছেন। সংঘর্ষে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ।

পুলিশ, কয়েকজন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার বিকেল চারটার দিকে মহাসড়কের জঙ্গুয়া এলাকা অতিক্রম করার সময় আল মোবারক পরিবহনের একটি যাত্রীবাহী বাস অপর একটি বাসকে ওভারটেক করতে যাচ্ছিল। এ সময় আল মোবারক পরিবহনের যাত্রীবাহী বাসটির সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ভৈরব হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারটি কেটে চারজনের লাশ উদ্ধার করে নিয়ে যায়। এই সময় স্থানীয়রা এ দুর্ঘটনায় আহত প্রাইভেট কারের এক নারী যাত্রীকে উদ্ধার করে গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটিতে চালকসহ পাঁচজন ছিলেন। যাত্রীবাহী বাসটি সিলেট ও প্রাইভেট কারটি ঢাকার দিকে যাচ্ছিল।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারজনের লাশ উদ্ধার করা হয়।