বেহাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে দুই সচিব

শনিবার দুপুরে মহাসড়কটি পরিদর্শনে যান সেতু বিভাগের সচিব আবু বকর সিদ্দিক ও সড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম।

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বেহাল অংশ পরিদর্শন শেষে চেরাগআলী এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেতু বিভাগের সচিব আবু বকর সিদ্দিক।
প্রথম আলো

কয়েক দিনের টানা বর্ষণ ও বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বেহাল। মেরামত না করায় সড়কে চলাচলকারী লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ছেন যাত্রীরা।

দুর্ভোগ নিয়ে কয়েক দিন ধরে গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ায় আজ শনিবার দুপুরে মহাসড়ক পরিদর্শনে যান সেতু বিভাগের সচিব আবু বকর সিদ্দিক ও সড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম।

এ সময় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিআরটি প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে কর্মকর্তারা গাজীপুরে টঙ্গীর চেরাগ আলী এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আবু বকর সিদ্দিক বলেন, তিন দিনের মধ্যে সড়কের খানাখন্দ মেরামত করা হবে। প্রয়োজনে প্রতিদিন ৫০০ জন শ্রমিক কাজ করবেন। তিনি তিন দিন পর আবার পরিদর্শনে আসবেন।

এদিকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, মহাসড়কের এই দশা হয়েছে বিআরটি প্রকল্পের ঠিকাদারের গাফিলতির কারণে। তাঁদের কাজের সঠিক পরিকল্পনার অভাবে সরকারের বদনাম হচ্ছে। তাঁরা বলছেন তিন দিনে কাজ শেষ করবেন। গত ৫ থেকে ৬ বছরে মাত্র ৬০ শতাংশ কাজ হয়েছে। তিন দিনে কীভাবে বাকি ৪০ শতাংশ কাজ হবে?

মহাসড়ক পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ, ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রমুখ।