বেহাল রাস্তায় ধানের চারা রোপণ করে মানববন্ধন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের প্রায় ৪ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার দাবিতে ওই রাস্তায় ধানের চারা রোপণ করে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বুধবার দুপুরে উপজেলার ময়না ইউনিয়নের হাঁটুভাঙ্গা-ময়না রাস্তায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় এক হাজার মানুষ অংশ নেয়।

বেহাল সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান স্থানীয় বাসিন্দারা। গতকাল ফরিদপুরের বোয়ালমারীর হাঁটুভাঙ্গা গ্রামে
প্রথম আলো

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের প্রায় ৪ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার দাবিতে ওই রাস্তায় ধানের চারা রোপণ করে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বুধবার দুপুরে উপজেলার ময়না ইউনিয়নের হাঁটুভাঙ্গা-ময়না সড়কে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন ওই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় এক হাজার মানুষ।

ময়না ইউনিয়নের ময়না চেয়ারম্যানবাড়ি থেকে হাঁটুভাঙ্গা-মিরেরচর গ্রাম হয়ে পাঁচ ময়না মসজিদ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন ময়না ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ মোল্লা, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, হাঁটুভাঙ্গা প্রি-ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা মুরাদ মিয়া প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, ময়না ইউনিয়নের ময়না চেয়ারম্যানবাড়ি থেকে হাঁটুভাঙ্গা-মিরেরচর গ্রাম হয়ে পাঁচ ময়না মসজিদ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বেহাল সড়কটি পাকা করার দাবিতে বিভিন্ন জায়গায় ধরনা দিয়েও কোনো কাজ হচ্ছে না। সড়কটি তিন গ্রাম থেকে উপজেলা শহরে যোগাযোগের একমাত্র মাধ্যম হওয়ায় রোগী, শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। ভোগান্তিতে পড়তে হয় কৃষিপণ্য আনা–নেওয়ার ক্ষেত্রেও।

হাঁটুভাঙ্গা গ্রামের সত্তর বছর বয়সী কালু মণ্ডল বলেন, ‘জন্মের পর থেকে আমাদের গ্রামে কাঁচা সড়ক দেখছি। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা সড়কটি পাকা করার আশ্বাস দিয়েছেন। কিন্তু কেউ কাজ করেননি।’
ওই সড়কে জনসাধারণের ভোগান্তির কথা স্বীকার করে ময়না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির মো. সেলিম বলেন, অগ্রাধিকার ভিত্তিতে ওই রাস্তা স্থানীয় সাংসদের তালিকায় দেওয়া আছে। বাজেট হওয়ার পর কাজ শুরু হবে।