বেড়াতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের ছাত্রের

লাশ
প্রতীকী ছবি

বেড়াতে গিয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার আসামবস্তী সড়কের কামাইল্যাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই ছাত্রের নাম অভিষেক পাল (২১)। তিনি ঢাকা তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে। অভিষেকের বাবা সুধাংশু বিকাশ পাল চট্টগ্রামের একটি পোশাক কারখানায় চাকরি করেন।

অভিষেকের সহপাঠী সাদমান সোবহান বলেন, তাঁরা ছয় বন্ধু গতকাল বুধবার কাপ্তাই বেড়াতে আসেন। আজ বৃহস্পতিবার সকালে তাঁরা কাপ্তাই প্রশান্তি পার্ক থেকে রাঙামাটির উদ্দেশে রওনা হন। সকাল নয়টার দিকে আসামবস্তি সড়কের কামাইল্যাছড়ি এলাকায় দুটি বন্য হাতির তাঁদের সামনে পড়ে। সবাই নিরাপদে সরে গেলেও অভিষেক বনের দিকে দৌড়ে পালানোর সময় পেছন দিক থেকে একটা হাতি তাঁকে পিষ্ট করে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আনার আগে ওই তরুণের মৃত্যু হয়েছে বলে জানান কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ওমর ফারুক। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, ওই তরুণের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।