বেড়ানোর কথা বলে শিশু অপহরণ, পুলিশের অভিযানে উদ্ধার

অপহরণ
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকায় চার বছরের এক শিশুকে মোটরসাইকেল নিয়ে বেড়ানোর কথা বলে অপহরণের ঘটনা ঘটে। পরে আজ বৃহস্পতিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করে। শিশুটির নাম কাজী আবদুল আজিজ।

শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় আজিজকে মোটরসাইকেলে করে বেড়ানোর কথা বলে নিয়ে যান তাঁর এক স্বজন। পরে মুঠোফোনে কল করে মুক্তিপণ হিসেবে শিশুটির বাবা কাজী সজীব আহমেদের কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়।

এ ঘটনায় বুধবার রাতে আলমডাঙ্গা থানায় মামলা করেন শিশুটির বাবা কাজী সজীব আহমেদ। মামলার পর আলমডাঙ্গা থানা-পুলিশ আজ ভোরে অপহৃত শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত স্বজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে গ্রেপ্তার ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, অপহৃত শিশুকে উদ্ধারে রাতভর অভিযান চালানো হয়েছে। ভোরে উপজেলার একটি নির্জন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।