বোনকে সম্পত্তির ভাগ দেওয়ায় মা-বাবাকে নির্যাতনের অভিযোগ

দিনাজপুর জেলার মানচিত্র

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বোনকে সম্পত্তির ভাগ দেওয়াকে কেন্দ্র করে নবীউল ইসলাম (২৯) নামের এক যুবকের বিরুদ্ধে তাঁর মা-বাবাকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার রাত আটটায় নবীউল ইসলামের মা জহুরা বেগম (৬০) ফুলবাড়ী থানায় নবীউলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

আজ সকালে নবীউল তাঁর বাবা তঈজদ্দীন (৬৫) ও মা জহুরা বেগমকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের কিসমতলালপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে জহুরা বেগমকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তঈজদ্দীন ও জহুরা বেগম খয়েরবাড়ী ইউনিয়নের কিসমতলালপুর গ্রামের বাসিন্দা।

নির্যাতনের শিকার ওই দম্পতি জানান, কিছুদিন আগে বসতভিটাসহ তাঁদের ১৫৯ শতক জমি ৩ ছেলে ও ১ মেয়েকে হেবা দলিল করে রেজিস্ট্রি করে দেন। দলিলে মেয়ের নাম দেওয়ায় ছেলে নবীউল তাঁদের ওপর অত্যাচার শুরু করেন। নবীউল একাধিকবার তাঁর মা-বাবাকে শারীরিকভাবে হেনস্তা করেন বলে অভিযোগ করা হয়েছে। সম্প্রতি তঈজদ্দীন ও জহুরা বেগম স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বিচার দেন। গতকাল বুধবার রাতে বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হয়ে নবীউল তাঁর মা-বাবার ঘরে ভাঙচুর চালান। আজ সকালে নবীউল তাঁর মা–বাবাকে বেধরক মারধর করেন। পরে জহুরা বেগম অসুস্থ হয়ে পড়লে পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

তঈজউদ্দিন বলেন, ছেলের ভয়ে তিনি বাড়িতে যেতে পারছেন না। তাই আইনের সহায়তা পেতে থানায় অভিযোগ করেছেন।

নবীউল পেশায় ভ্যানচালক। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মেয়েকে (নবীউলের বোন) কেন জমি দিয়েছে! মেয়েকে জমি দিলে তাদের মেয়ের কাছে চলে যেতে হবে। এই বাড়িতে তাদের থাকার প্রয়োজন নাই।’

এ বিষয়ে জানতে চাইলে খয়েরবাড়ী ইউপির চেয়ার‌ম্যান এনামুল হক বলেন, কয়েক দফা বিচার করেও বিষয়টির সমাধান হয়নি। সালিসে সবকিছু সমাধান হয়, কিন্তু বাড়িতে গিয়ে আবার নবীউল তাঁর মা–বাবার ওপর নির্যাতন করেন।

ফুলবাড়ি থানার উপপরিদর্শক আবদুস সাত্তার বলেন, সম্পত্তির ভাগাভাগিকে কেন্দ্র করে ছেলে তাঁর মা-বাবাকে নির্যাতন করেছেন বলে থানায় অভিযোগ এসেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নির্যাতনের শিকার ওই দম্পতির সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।