বোরহানউদ্দিনে ইউপি নির্বাচনে আট বিদ্রোহীকে বহিষ্কার করল আ.লীগ

ভোলা জেলার মানচিত্র

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আটজনকে বহিষ্কার করেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার রাতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বড়মানিকা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জসীমউদ্দিন হায়দার এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন (২৬ ডিসেম্বর) ইউপি নির্বাচনে যেসব আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন, বিদ্রোহী প্রার্থীদের সহযোগিতা করছেন এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করছেন, তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত এসব নেতা হলেন বড়মানিকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আল-আমীন, টবগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জসীমউদ্দিন হাওলাদার, টবগী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. বেলায়েত হোসেন, কাচিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন নীরব মিয়া, উপজেলা আওয়ামী লীগ নির্বাহী সদস্য ও দেউলা ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আসাদুজ্জামান বাবুল, কুতুবা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী মো. কামাল, হাসানগর ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মানিক হাওলাদার, হাসানগর ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. হারুন অর রশিদ।