বোয়ালমারীতে আগুনে পুড়ল পাটের গুদাম

আগুন লেগে পাটের দুটি গুদাম পুড়ে গেছে। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের চিতার বাজারে।প্রথম আলো

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের চিতার বাজারে আগুন লেগে পাটের দুটি গুদাম পুড়ে গেছে। এ ছাড়া পুড়ে গেছে একই সারিতে থাকা একটি ইলেকট্রিক যন্ত্রাংশের দোকান। বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ শুক্রবার বেলা দুইটার দিকের ঘটনা এটি। চিতার বাজারের পাট ব্যবসায়ী মাওলা বিশ্বাসের দুটি পাটের গুদাম ও মাহাবুব শেখের ইলেকট্রিক যন্ত্রাংশের দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। তিনটি ঘরই একটি ভবনে ছিল। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন।

আগুন লেগে পাটের দুটি গুদাম পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের চিতার বাজারে।
প্রথম আলো

ভবনটির মালিক এলাকার বাসিন্দা রুহুল আমিন বিশ্বাস। তিনি বলেন, বেলা দুইটার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন ধরে তাঁর ভবনে থাকা দুটি পাটের গুদাম ও ইলেকট্রিক যন্ত্রাংশের একটি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. জাফর শেখ বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। চার ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়।’ ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পুড়ে যাওয়া পাটের গুদামে ১ হাজার থেকে ১ হাজার ২০০ মণ পাট ছিল। তবে সবকিছু মিলিয়ে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা তদন্ত না করে বলা যাবে না।