ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে কিশোর নিহত

সংঘর্ষে নিহত স্কুলছাত্র মো. সানজু
ফাইল ছবি

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের মৃধাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছে অপর তিন কিশোর।

নিহত ওই কিশোরীর নাম মো. সানজু (১৫)। সে কেরানীগঞ্জে কালিন্দী ইউনিয়নের মৃধাবাড়ি এলাকার দুলাল মিয়ার ছেলে। কালিন্দী পারজোয়ার উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল সানজু। আহত তিন কিশোরের নাম আলভি (১৫), নাইম (১৬) ও রোহান (১৪)। তারা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত সানজুর বাবা দুলাল মিয়া বলেন, ‘রাতে আমার ছেলে সানজু ব্যাডমিন্টন খেলছিল। এমন সময় রুবেল এসে তাকে গালিগালাজ করে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে রুবেল ও তার ভাই রবিনসহ কয়েকজন মিলে আমার ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছে। আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই।’

স্থানীয় সূত্রে জানা যায়, সানজু-রুবেলসহ কয়েকজন কালিন্দী মাঠে ব্যাডমিন্টন খেলছিলেন। এ সময় সানজুর সঙ্গে রুবেলের কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। পরে ঘটনাস্থলে কয়েকজন কিশোর ও তরুণ এসে সানজু এবং তার সঙ্গে থাকা বন্ধুদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই সানজু নিহত হয়। আহত হয় আলভি, নাইম ও রোহান। তাদের মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্র সানজু নিহত হয়েছে। হত্যার সঙ্গে জড়িত অভিযোগে রুবেল (২৩) নামের এক তরুণ ও ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। জড়িত অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।