ব্রা‏হ্মণপাড়ায় ইয়াবাসহ এক ইউপি সদস্য গ্রেপ্তার, থানায় মামলা

হাতকড়া
প্রতীকী ছবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ অভিযান চালায় মাদকবিরোধী টাস্কফোর্স। গ্রেপ্তার মো. মিঠুন মিয়া মাধবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।

অভিযানটিতে নেতৃত্ব দিয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। তিনি প্রথম আলোকে বলেন, ৪৯টি ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ মিঠুন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, ইউপি সদস্য মো. মিঠুন মিয়া তাঁর বাড়িতে ইয়াবা সেবনের গোপন আস্তানা তৈরি করেন। সেখানে তিনি গতকাল ইয়াবা সেবনের প্রস্তুতি নিচ্ছিলেন। রাতে ব্রাহ্মণপাড়ার ইউএনও সোহেল রানার নেতৃত্বে মাদকবিরোধী টাস্কফোর্স ওই আস্তানায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৪৯টি ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়। এরপর মো. মিঠুন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কামাল মজুমদার বাদী হয়ে ইউপি সদস্য মো. মিঠুন মিয়াকে আসামি করে গতকাল রাতে থানায় মামলা করেন। আজ বৃহস্পতিবার সকালে ওই ইউপি সদস্যকে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা প্রথম আলোকে বলেন, ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকবিরোধী টাস্কফোর্স। এ ঘটনায় হওয়া মামলাটির তদন্ত করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।