ব্রাহ্মণবাড়িয়ায় খেলা নিয়ে কোনো সংঘাত হয়নি, বের হয়েছে আনন্দ মিছিল

শিরোপা জেতার আনন্দে আর্জেন্টিনার ফুটবল সমর্থকেরা স্বল্প পরিসরে আনন্দ মিছিল করেন। ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ মোড়াইলের বউ বাজার এলাকায়
ছবি: প্রথম আলো

কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এই খেলা ঘিরে উত্তেজনা-সংঘাতের প্রেক্ষাপটে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের টহল বাড়ানো ও মাইকিংয়ের মতো ঘটনা ঘটেছিল। তবে আজ দুপুর ১২টা পর্যন্ত জেলার কোথাও কোনো বিশৃঙ্খলা বা সংঘাতের খবর পাওয়া যায়নি। তবে শিরোপা জেতার আনন্দে আর্জেন্টিনার সমর্থকেরা কোথাও কোথাও পুলিশের নির্দেশনা অমান্য করে আনন্দ মিছিল করেছেন।

আজ রোববার সকাল আটটার দিকে জেলা শহরের কাজীপাড়া, দক্ষিণ মৌড়াইল ও পূর্বপাইকপাড়া এলাকায় মহল্লার ভেতরে আর্জেন্টিনা সমর্থকেরা স্বল্প পরিসরে আনন্দ মিছিল করেন। তবে পুলিশের ভয়ে কেউই মিছিল নিয়ে শহরের প্রধান সড়কে যাননি। খেলায় হারের পর ব্রাজিল সমর্থকদের পাল্টা কোনো তৎপরতাও ছিল না।  

খোঁজ নিয়ে জানা গেছে, ১-০ গোলে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জয়ের আনন্দে খেলা শেষ হওয়ার পরপরই জেলা শহরের দক্ষিণ মৌড়াইলের বউবাজার মোড়ে ২০-২৫ জন আর্জেন্টিনার সমর্থক আনন্দ মিছিল করেন। তবে মিছিল শুরুর কয়েক মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এ ছাড়া শহরের পূর্বপাইকপাড়া ও কাজীপাড়ায়ও আনন্দ মিছিল করেন আর্জেন্টিনার সমর্থকেরা।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাসহ জেলার নয় উপজেলার প্রতিটি থানা-পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল খেলা নিয়ে বিশৃঙ্খলা এড়াতে গতকাল শনিবার মাইকিং করায়। এ সময় পুলিশ সদস্যরা জিপ গাড়িতে এবং থানার পক্ষ থেকে রিকশা, ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশার মাধ্যমে মাইকিং করানো হয়। শনিবার দিনভর জেলার ১১৬টি বিটে মাইকিং করানো হয়েছে। খেলার উত্তেজনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় বিশৃঙ্খলা এড়াতে জেলায় ১১৬টি বিট পুলিশের দল মোতায়েন করা হয়। আজ ভোররাত থেকে পুলিশের আরও ৪০টি বিশেষ টহল দল কাজ করে।

জানা গেছে, গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন সকালে প্রথমে কথা-কাটাকাটির জেরে পরে বিকেলে প্রতিপক্ষের হামলায় ব্রাজিলের এক সমর্থকের চাচা নওয়াব মিয়া (৬০) আহত হন। এর জেরে ওই দিন রাত সাড়ে নয়টার দিকে পাল্টা হামলায় আর্জেন্টিনার তিন সমর্থক জাকির মিয়া (৩২), সেলিম মিয়া (৪৫) ও সৈয়দাবুর রহমান (৩৫) আহত হন। তাঁরা সবাই সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামের বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন প্রথম আলোকে বলেন, খেলা ঘিরে এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।