ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সাবেক সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৩

গ্রেপ্তার
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় নবীনগর উপজেলার হেফাজতে ইসলামের সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম ফারুকীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার মধ্যরাত থেকে আজ রোববার সকাল নয়টা পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৫৬৩ জনকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তার অপর দুজন হলেন নাসিরনগর উপজেলার কুন্ডা গ্রামের আবদুল্লাহ ও সরাইলের কুট্টাপাড়ার হেফাজত–সমর্থক ১৪ বছরের এক কিশোর।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোজাম্মেল হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। জেলাজুড়ে হেফাজতের কর্মী-সমর্থকেরা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালান। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় এখন পর্যন্ত ৫৬টি মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ৫৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।