বড়লেখায় টিলা কাটায় লাখ টাকা জরিমানা

আদালত
প্রতীকী ছবি

মৌলভীবাজারের বড়লেখায় টিলা কাটা ও পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় আজমান আলী (৩৫) নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।

আজমান আলীর বাড়ি উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পূর্ব মোহাম্মদনগর গ্রামে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টিলা কাটা ও পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে উপজেলার মোহাম্মদনগর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আজমান আলীকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদের নেতৃত্বে পুলিশের একটি দল সহায়তা করে।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেন, ‘পাহাড় ও টিলা কাটা এবং পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের এই অভিযান চলতে থাকবে।’