ভটভটি উল্টে বিক্রয় প্রতিনিধি নিহত, চালক হাসপাতালে

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা সদর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি (স্থানীয় নাম আলমসাধু) উল্টে ফরিদ হোসেন (৪২) নামের এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পরিবহনটির চালক শরিফুল ইসলাম (২৫)। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদ হোসেন দামুড়হুদা উপজেলার দর্শনা আজমপুর এলাকার আবদুর রশিদের ছেলে। তিনি একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তাঁর লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত শরিফুল ইসলাম একই এলাকার নূর ইসলামের ছেলে। তিনি একই হাসপাতালে চিকিৎসাধীন।

বেগমপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আসলাম পারভেজ বলেন, দর্শনা ইসলামপুর বাজারের জে এম এন্টারপ্রাইজের পণ্যবাহী একটি আলমসাধু যদুপুর থেকে বেগমপুর আসছিল। দুপুর পৌনে ১২টার দিকে পুলিশ ফাঁড়ির কাছাকাছি পৌঁছে আলমসাধুটি উল্টে যায়। আহত অবস্থায় দুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বিক্রয় প্রতিনিধি ফরিদ হোসেনকে মৃত ঘোষণা করেন।