ভবিষ্যতে নির্বাচন করব, কারণ, এ দেশে নানা অনিয়ম

তুরস্ক থেকে প্রেমের টানে বাংলাদেশে এসে ঘর বেঁধেছেন আয়েশা ওজতেকিন। বিয়ে করেছেন ময়মনসিংহের মুক্তাগাছার হুমায়ুন কবিরকে। সামাজিক যোগাযোগমাধ্যম আর সংবাদ মাধ্যমগুলোতে বিয়ের ব্যাপক প্রচারে তিনি এখন ময়মনসিংহের মানুষের কাছে বেশ পরিচিত। পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে গেলে মানুষ পথ আগলে সেলফি তোলার বায়না ধরেন। প্রথম আলো কথা বলেছে তাঁর সঙ্গে।

তুরস্কের মেয়ে আয়েশা প্রেমের টানে বাংলাদেশে এসে ময়মনসিংহের মুক্তাগাছার ছেলে হুমায়ুনকে বিয়ে করেছেন
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

কয়েক দিন ধরে বাংলাদেশে আছেন। কেমন লাগছে?

আয়েশা ওজতেকিন: খুব ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে বাংলাদেশের মানুষ। এ দেশের মানুষ খুব সহজে মানুষকে ভালোবাসতে জানে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে।

প্রশ্ন :

গত শুক্রবার আপনাদের বিয়ে হয়েছে। এই কয় দিনে স্বামীর সঙ্গে কোথায় কোথায় বেড়াতে গেলেন?

আয়েশা ওজতেকিন: খুব বেশি দূরে কোথাও যাওয়ার সুযোগ হয়নি। মুক্তাগাছার রসুলপুরে দাদার বাড়িতে বেড়িয়েছি। আর ময়মনসিংহ শহরের পার্কে (জয়নুল উদ্যান) গিয়েছি। তবে যেখানেই যাচ্ছি, সেখানে মানুষ আমাদের দেখে এগিয়ে আসছেন। সেলফি তুলতে চাইছেন। আমরা হাসিমুখে সবার সঙ্গে ছবি তুলছি।

প্রশ্ন :

বাংলাদেশে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারের কারণে আপনি খুব পরিচিত হয়ে গেছেন। এটি কোনো বিড়ম্বনার সৃষ্টি করেছে?

আয়েশা ওজতেকিন: না, কোনো বিড়ম্বনা হয়নি। মানুষ ছবি তুলতে চাইলে আমরা খুব আনন্দের সঙ্গে ছবি তুলি। বাংলাদেশের মানুষ খুব মিশুক। এটা ভালো লাগার বিষয়।

প্রশ্ন :

বিয়ের আগে–পরে মিলিয়ে ২০ দিন বাংলাদেশে আছেন। এর মধ্যে কতটুকু মানিয়ে নিতে পেরেছেন?

আয়েশা ওজতেকিন: মানিয়ে নেওয়া কোনো সমস্য নয়। সবাই আমার সঙ্গে খুব ভালোভাবে মিশছে। ছবি তুলে দিন কাটছে। বেশ উপভোগ করছি সবকিছু।

প্রশ্ন :

আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?

আয়েশা ওজতেকিন: তুরস্কে আমার এখনো উচ্চশিক্ষা চলছে। পড়াশোনা শেষ হলে আমি বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করতে চাই। এখানে চিকিৎসক হিসেবে কাজ করব (তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চশিক্ষা গ্রহণ করছেন)। একটা টার্কিস রেস্তোরাঁ খুলব। আর এখানে নির্বাচন করতে চাই। নির্বাচন করার কারণ হলো, আমি এ দেশে আসার পর থেকে দেখছি নানা অনিয়ম। যেখানে–সেখানে ময়লা–আবর্জনা পড়ে থাকে। রাস্তায় ময়লা ফেলার ঝুড়ি পর্যন্ত নেই। বাংলাদেশের মানুষ খুব মেধাবী; তবে কোনো ক্ষেত্রে হয়তো তাঁদের সঠিকভাবে পরিচালনা করা হচ্ছে না।

প্রশ্ন :

তুরস্কে আপনার মা–বাবা আর স্বজনদের কথা মনে পড়ছে?

আয়েশা ওজতেকিন: তাঁদের খুব মিস করছি। তবে প্রতিদিন আমার মা–বাবা, খালা–খালুসহ সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে।

আরও পড়ুন