গোয়ালন্দের দৌলতদিয়া
ভাঙনের ঝুঁকিতে চারটি ঘাট
গতকাল দুপুরে ঘাট এলাকা পরিদর্শন করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকা পদ্মা নদীর ভাঙনের ঝুঁকিতে পড়েছে। এখানকার সাতটি ফেরিঘাটের মধ্যে চারটি ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয় সূত্র জানায়, গত বছর দৌলতদিয়ার বাহির চর ছাত্তার মেম্বারপাড়ায় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে সংযোগ সড়কসহ ৭ নম্বর ঘাট নির্মাণ করা হয়। চলতি বছরের মে মাসের শেষ সপ্তাহে লো ওয়াটার লেভেল বা নিচু স্তরের ঘাটটি চালু করা হয়। দেড় মাস পর ঘাটটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লে পাশেই মিড ওয়াটার লেভেল বা মধ্যম স্তরের ঘাট তৈরি করে ৯ জুলাই চালু করা হয়। বর্তমানে পদ্মার পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে ৭ নম্বর ঘাটসহ ১, ২, ৩ নম্বর ঘাট ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
পরিস্থিতি দেখতে গতকাল সোমবার দুপুরে প্রতিটি ঘাট এলাকা পরিদর্শন করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। তাঁর সঙ্গে ছিলেন সংস্থাটির প্রধান প্রকৌশলী মহিদুল ইসলাম, পরিচালক শাহজাহান, রফিকুল ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রধান প্রকৌশলী আবদুল হাকিম, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক, পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান মণ্ডল প্রমুখ।
বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা পাটুরিয়া থেকে স্পিডবোটে দৌলতদিয়া লঞ্চঘাটে আসেন। পরে প্রতিটি ফেরিঘাট এলাকা ঘুরে সবশেষ ৭ নম্বর ফেরিঘাট এলাকায় নামেন।
এ সময় ইউএনও আজিজুল হক বলেন, এখানকার মানুষ ভাঙন–আতঙ্কে রাত পার করছে। এসব মানুষের বসতভিটা টিকিয়ে রাখতে হবে। তাদের রক্ষা করেই ফেরিঘাটের ভাঙন প্রতিরোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী বলেন, লঞ্চঘাট থেকে শুরু করে প্রতিটি ফেরিঘাট ভাঙনের ঝুঁকিতে। স্থানীয় মজিদ শেখেরপাড়া, সিদ্দিক কাজীপাড়া ও ছাত্তার মেম্বারপাড়ার প্রায় এক হাজার পরিবার ভাঙনের ঝুঁকিতে রয়েছে। ভাঙন প্রতিরোধে প্রতিবছর বর্ষা মৌসুমে বালুভর্তি জিও ব্যাগ ফেলা ছাড়া কাজের কাজ কিছু হয় না। এভাবে বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানো যাবে না।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, ‘লঞ্চঘাট এবং ১, ২, ৩ ও ৭ নম্বর ফেরিঘাট ভাঙনের ঝুঁকিতে রয়েছে। ঈদের আগে অন্তত ছয়টি ফেরিঘাট চালু রাখতে চাই। নবনির্মিত ৭ নম্বর ঘাট রো রো ফেরির জন্য করা হয়েছে। এটিকে সচল রাখতে হবে। ১, ২ ও ৩ নম্বর ঘাট ভাঙনের ঝুঁকিতে থাকলেও তা চালুর ব্যবস্থা করা হবে।’ গোলাম সাদেক জানান, আপাতত ভাঙন এলাকায় জরুরিভাবে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হবে। আগামী নভেম্বরের মধ্যে ঘাটের আধুনিকায়ন করতে ফেরিঘাট এলাকার দুই কিলোমিটার এবং আপের আরও চার কিলোমিটার নদীশাসনের কাজ শুরু হবে।