ভাঙ্গায় কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরি

ফরিদপুর জেলার মানচিত্র

ফরিদপুরের ভাঙ্গায় একটি কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরি হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতের কোনো এক সময় উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানে এই চুরির ঘটনা ঘটে।

এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুর থেকে যাওয়ার পথে মাধবপুর এলাকায় হাতের বাঁ পাশে কবরস্থানটির অবস্থান। প্রায় ৭০ বছর ধরে ওই কবরস্থানে মরদেহ দাফন করা হয়। আজ শুক্রবার বেলা তিনটার দিকে ওই এলাকার কয়েকজন বাসিন্দা কবরস্থানে গিয়ে ৯টি কবর ফাঁকা অবস্থায় দেখতে পান। কাছে গিয়ে দেখেন, কবরে মৃত ব্যক্তির দেহের কোনো অস্তিত্ব নেই।

মাধবপুর গ্রামের বাসিন্দা কাজী কাওসার (৫৩) বলেন, চুরি হওয়া কঙ্কালের মধ্যে দেড় মাস আগে কবর দেওয়া এক নারীর কঙ্কালও আছে। এ ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী কবরস্থানের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে হামিরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খোকন মিয়ার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে ইউপি সচিব মো. আকতারুজ্জামান বলেন, ‘মাধবপুর কবরস্থানের ৯টি কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি হয়ে গেছে বলে শুনেছি। শুক্রবার ছুটির দিন থাকায় এ ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া সম্ভব হয়নি।’

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী বলেন, মাধবপুর কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরির কথা পুলিশকে কেউ জানাননি। তিনি বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।