ভাঙ্গায় গাড়ি উল্টে নিহত ৩

গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। বুধবার ফরিদপুরে ভাঙ্গার বগাইল এলাকায়
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবোঝাই বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের বগাইল এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে একজনের নাম রশিদ মোল্লা (৫৮)। তাঁর বাড়ি চুয়াডাঙ্গায়। অপর দুজনের নাম জানা যায়নি।

ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবোঝাই গাড়ি উল্টে গেছে। বুধবার ফরিদপুরে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বগাইল এলাকায়
সংগৃহীত

পুলিশ সূত্রে জানা যায়, কাঁঠালবাড়ি ঘাট থেকে দুরন্ত পরিবহনের একটি গাড়ি (ঢাকা-মেট্রো-ব-১১-৩১১৪) ভাঙ্গার দিকে আসছিল। বগাইল এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে (আইল্যান্ড) উঠে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর ফারুক বলেন, নিহত তিনজনের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। আহত ২৫ জনের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।