ভাঙ্গুড়ায় ট্রেন লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ স্টেশনে লাইনচ্যুত ট্রেন
ছবি: সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ স্টেশনে একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

পশ্চিমাঞ্চল রেলের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য ঈশ্বরদী লোকেসেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন ভাঙ্গুড়ার পথে রওনা দিয়েছে বলে এই কর্মকর্তা জানিয়েছেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, বেলা সাড়ে তিনটার দিকে সিরাজগঞ্জ থেকে মালবাহী ট্রেনটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। বড়াল ব্রিজ স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ বিকট শব্দ হয়ে পেছনের ১০টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। একই সঙ্গে বিচ্ছিন্ন বগিগুলোর একটির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে বেলা সাড়ে তিনটা থেকেই ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

জানতে চাইলে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ও উদ্ধারকর্মীরা ভাঙ্গুড়ার দিকে রওনা দিয়েছেন। ট্রেনটি উদ্ধার করতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। এ সময় পর্যন্ত ট্রেন যোগাযোগ বন্ধ থাকবে।