ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচাকে ঝলসে দেওয়ার অভিযোগ

নোয়াখালী জেলার ম্যাপ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাতের অন্ধকারে ঘরে ঢুকে মরিচের গুঁড়ামিশ্রিত গরম পানিতে চাচার মুখমণ্ডল ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যক্তির নাম মো. মহসিন (২৭)। গত শনিবার রাত আড়াইটার দিকে অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে ঘটনাটি জানাজানি হয় আজ সোমবার।

মহসিন গুরুতর আহত অবস্থায় বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি উপজেলার একলাশপুর ইউনিয়নে পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে কর্মরত।

হাসপাতালে চিকিৎসাধীন মহসিন প্রথম আলোকে বলেন, দুই বখাটে তরুণসহ তিনজন তাঁর নবম শ্রেণিতে পড়ুয়া ভাতিজিকে উত্ত্যক্ত করেন। তিনি একাধিকবার এর প্রতিবাদ করেন। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে তাঁকে নানা হুমকি-ধমকি দেন। মহসিন অভিযোগ করেন, সর্বশেষ গত শনিবার রাত আড়াইটার দিকে তাঁদের ঘরের জানালার থাইগ্লাস ভেঙে দরজা খুলে ফেলেন ওই তিন তরুণ। তাঁরা ঘরের ভেতরে ঢুকে মরিচের গুঁড়ামিশ্রিত গরম পানি তাঁর মুখমণ্ডলে ঢেলে দেন। এ সময় তিনি চিৎকার দিলে তাঁরা দৌড়ে পালিয়ে যান। পরে পরিবারের লোকজন তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

মহসিন বলেন, ঘটনার পর তাঁর পরিবারের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করা হয়। সেখান থেকে তাঁদের থানায় ঘটনাটি জানাতে পরামর্শ দেওয়া হয়। তাঁরা থানায় জানাননি, আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ কামরুজ্জামান সিকদার প্রথম আলোকে বলেন, ৯৯৯ নম্বর থেকে বেগমগঞ্জ থানায় কিছু জানানো হয়নি। তা ছাড়া ভুক্তভোগীর পক্ষ থেকেও কেউ থানায় আসেননি। অভিযোগ নিয়ে এলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।