ভান্ডারিয়ায় ১৪৩ বস্তা সরকারি চাল জব্দ, গ্রেপ্তার ১

অপরাধ
প্রতীকী ছবি

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা সদরের বাজারে ১৪৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মায়ের দোয়া ভান্ডার নামের একটি দোকান থেকে এসব চাল জব্দ করে পুলিশ। এ সময় কালোবাজারে চাল বিক্রির অভিযোগে আবদুর রহমান সরদার (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবদুর রহমান সরদারের বাড়ি উপজেলার মধ্য ভান্ডারিয়া গ্রামে। তিনি মায়ের দোয়া ভান্ডারের ব্যবস্থাপক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া শহরের মায়ের দোয়া ভান্ডার দোকানের মালিক মো. আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে টিআর-কাবিখার সরকারি চাল সুবিধাভোগীদের কাছ থেকে কম মূল্যে কিনে কিছু উন্নত মানের চাল মিশিয়ে ‘নুরজাহান ব্র্যান্ড’ নামে চাল বাজারজাত করছিলেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ গতকাল সন্ধ্যায় মায়ের দোয়া ভান্ডার দোকানে অভিযান চালায়। এ সময় চালের দোকান থেকে ১৪৩ বস্তা (৪ হাজার ৯৫০ কেজি) সরকারি চাল জব্দ করা হয়। ১১০টি বস্তায় খাদ্য অধিদপ্তরের মনোগ্রাম পাওয়া যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দোকানটির ব্যবস্থাপক আবদুর রহমান সরদারকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গতকাল রাতে ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিক হোসেন বাদী হয়ে দোকানের মালিক মো. আলমগীর হোসেন ও ব্যবস্থাপক আবদুর রহমান সরদারকে আসামি করে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান বলেন, ১৪৩ বস্তা সরকারি চাল কালোবাজারে বিক্রির সময় জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার আবদুর রহমানকে আজ শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হবে।