ভারতফেরত ক্যানসার আক্রান্ত শিশুর করোনা শনাক্ত

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল
ফাইল ছবি

যশোরের বেনাপোলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত এক শিশুর শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল বুধবার রাতে তাকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

যশোর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ১০ বছর বয়সের ওই শিশু ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসা নিতে যায়। সঙ্গে শিশুটির মা ও মামা যান। ভারত থেকে তাঁরা ৫ মে বেনাপোল ইমিগ্রেশন হয়ে দেশে ফেরেন। এরপর জেলা প্রশাসন ওই শিশু, তার মা ও মামাকে বেনাপোল শহরের নিশান হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠায়।

কোয়ারেন্টিনের ১৪তম দিন গত মঙ্গলবার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। বুধবার রাতে পাওয়া ফলাফলে দেখা যায় শিশুটির শরীরে করোনাভাইরাস রয়েছে। তবে তার মা ও মামার শরীরে করোনা শনাক্ত হয়নি।

এরপর গতকাল রাতেই ওই শিশুটিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্গে তার মা রয়েছেন। তবে মামাকে ছাড়পত্র দেওয়ায় তিনি বাড়ি ফিরে গেছেন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ আহমেদ বলেন, করোনা শনাক্ত হওয়ার পর শিশুটিকে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শরীরে করোনার গুরুতর কোনো উপসর্গ নেই।