ভারতে পাচারের সময় সাতজনকে উদ্ধার
যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় সাতজনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। গতকাল সোমবার রাতে সীমান্তের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বড় আন্দুলিয়া গ্রামে দুটি বাড়িতে অভিযান চলিয়ে তাঁদের উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গতকাল রাতে চৌগাছা থানায় মানব পাচার আইনে মামলা হয়েছে। মামলায় দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের বাড়ি বাগেরহাটের চিতলমারী, ময়মনসিংহের ফুলপুর, নড়াইল সদর ও কালিয়া উপজেলায়।
পুলিশ জানায়, গতকাল রাতে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা কয়েক নারী ও পুরুষ উপজেলার বড় আন্দুলিয়া গ্রামের ইউনুচ আলী ও সাদ্দাম হোসেনের বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে রাত আটটার দিকে সেখানে অভিযান চালিয়ে পাঁচ নারী ও দুই পুরুষকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি জানতে পেরে এ সময় দালাল চক্রের সদস্যরা পালিয়ে যান। এ জন্য দালাল চক্রের কাউকে আটক করা যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার করা ব্যক্তিরা জানান, ভালো বেতনে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে দালাল চক্র তাঁদের অবৈভাবে ভারতে পাচার করছিল।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, উদ্ধার করা নারী-পুরুষেরা আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁদের নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।