ভারতে পাচারের সময় সোনাসহ যুবক আটক

জব্দ করা সোনা
ফাইল ছবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গ সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় দুই কেজি সোনাসহ এক যুবককে আটক করা হয়েছে। বুধবার বেলা তিনটার দিকে যুবককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ওই যুবকের নাম মো. হাসান (২৮)। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলা সদরের বাসিন্দা।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক কর্নেল খন্দোকার গোলাম মহিউদ্দিন বলেন, সোনা পাচারের সংবাদ পেয়ে কাকডাঙ্গ সীমান্তে পাহারা জোরদার করা হয়। বেলা তিনটার দিকে এক যুবকের ব্যাগ তল্লাশি করে প্রায় দুই কেজি ওজনের সোনার বার উদ্ধার করা হয়। এসব সোনার বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

বিজিবি জানায়, সোনাসহ আটক ওই যুবকের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন। মামলার পর তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হবে।