ভালুকায় এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ, বিএনপির প্রার্থীর ভোট বর্জন

পৌরসভা নির্বাচন
প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকা পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাতেম খান ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। ভোট চলাকালে আজ শনিবার বেলা আড়াইটায় তিনি ভালুকা বাজারে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী হাতেম খান বলেন, শনিবার সকাল সাড়ে আটটার সময় ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে মেয়র পদের ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা নৌকা প্রতীকে সিল মারা শুরু করেন। পর্যায়ক্রমে সব কেন্দ্রে চলে এই অবস্থা। এ সময় ধানের শীষ প্রতীকের এজেন্টরা প্রতিবাদ করলে তাঁদের মারধর করে বের করে দেওয়া হয় কেন্দ্র থেকে। এতে কয়েকজন এজেন্ট আহত হয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন আহম্মেদ, জেলা আহ্বায়ক কমিটি সদস্য মোর্শেদ আলম, পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীর প্রধান এজেন্ট সালাহ উদ্দিন আহাম্মেদ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার উদ্দিন আহাম্মেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান প্রমুখ।