ভালুকায় জ্বর–সর্দি নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

ময়মনসিংহ জেলার মানচিত্র
প্রতীকী ছবি

সর্দি ও জ্বর নিয়ে ময়মনসিংহের ভালুকা মডেল থানার এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রোকনুজ্জামান (৫২) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি কনস্টেবল পদে কর্মরত ছিলেন। এর আগে গত শুক্রবার তাঁর কোভিড-১৯ নমুনা পরীক্ষায় ফল নেগেটিভ আসে।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) জীবন চন্দ্র বর্মণ জানান, রোকনুজ্জামান থানা-পুলিশের গাড়ি চালাতেন। তাঁর বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলায়। থানার পাশে বাসা ভাড়া নিয়ে পরিবারসহ থাকতেন।

পাঁচ থেকে ছয় দিন আগে থেকে অসুস্থ ছিলেন রোকনুজ্জামান। পরে কোভিড-১৯ পরীক্ষা করালে ফল নেগেটিভ আসে। অসুস্থ হওয়ার পর বাসায় থেকে চিকিৎসা নেন তিনি। আজ রোববার শারীরিক অবস্থার অবনতি হলে বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহফোজা বেগম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই ওই রোগীর মৃত্যু হয়।