ভালুকায় দুই শিশুসহ পরিবারের সবাই করোনায় সংক্রমিত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

ময়মনসিংহের ভালুকা উপজেলায় স্বামী-স্ত্রী, দুই শিশুসন্তানসহ এক পরিবারের চারজন করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়েছেন। এই পরিবারের ৪ জনসহ উপজেলায় নতুন করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা ২০০ ছাড়িয়ে গেল। আজ মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মাসুদ কামাল বলেন, উপজেলায় করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০২। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ জন। আর মারা গেছেন ৩ জন। নতুন করে সংক্রমিত হওয়া ১৩ জনের মধ্যে ৪ জন একই পরিবারের, যার মধ্যে ২ জন শিশু রয়েছে।

নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ভালুকা শিল্প পুলিশের চারজন, শিল্পাঞ্চল খ্যাত হবিরবাড়ী ইউনিয়নের ছয়জন ও অন্যান্য ইউনিয়ন মিলিয়ে তিনজন রয়েছেন। এর মধ্যে একই পরিবারে কোভিড শনাক্ত হওয়া এক শিশুর বয়স দুই বছর ও আরেকজনের বয়স চার বছর।

সংক্রমিত ওই পরিবারের কর্তার সঙ্গে আজ দুপুরে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, তাঁর স্ত্রী সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য। তাঁদের এলাকায় কয়েকটি শিল্পকারখানা রয়েছে। প্রতিদিনই কারখানাশ্রমিকদের করোনায় সংক্রমিত হওয়ার খবর আসছে। তাই সতর্কতার অংশ হিসেবে ১১ জুন তাঁর স্ত্রী করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। দুই দিন পর ময়মনসিংহের পিসিআর ল্যাব থেকে আসা প্রতিবেদনে তিনি করোনা ‘পজিটিভ’ হন। এরপর ১৪ জুন তিনিসহ তাঁর দুই শিশুসন্তানের নমুনা জমা দেওয়া হয়। এতে সবার করোনা পজিটিভ ফল এসেছে। তাঁদের কারও শরীরে করোনাভাইরাসের উপসর্গ নেই জানিয়ে তিনি বলেন, সবাই সুস্থ আছেন। তাঁর স্ত্রী দ্বিতীয়বার পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। এখনো ফলাফল জানা যায়নি।