‘ভালো হইলো তুমহারা আইজকা কম্বল দেওছেন’

প্রথম আলো ট্রাস্টের কম্বল পেয়ে খুশি সাঁওতাল সম্প্রদায়ের মানুষ। সিএম বিদ্যা নিকেতন মাঠ, ফুলবাড়ি, দিনাজপুর, ২৩ জানুয়ারি
ছবি: প্রথম আলো

সকাল নয়টা। সূর্য তখনো কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে। বইছে হিমেল হাওয়া, কনকনে শীত। এ সময় শীতার্ত মানুষের সহায়তার জন্য প্রথম আলো ট্রাস্টের কম্বল নিয়ে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা হাজির হন দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার চকমথুরাপুর গ্রামের সিএম বিদ্যা নিকেতন স্কুলের মাঠে। মাঠে তখন ছিল বিভিন্ন বয়সী শতাধিক নারী-পুরুষ।

ফুলবাড়ি উপজেলার বেতদিঘী ইউনিয়নের চকমথুরাপুর গ্রামের পাশেই শহীদপুর, কাসাপুকুর, বাসুদেবপুর গ্রাম। এই কয়েকটি গ্রামে দেড় শতাধিক সাঁওতাল সম্প্রদায়ের নিম্ন আয়ের মানুষের বসবাস। বন্ধুসভার সদস্যরা গত বৃহস্পতিবার স্থানীয় লোকজনের সহযোগিতায় গ্রামগুলোর হতদরিদ্র ২০০ জনের একটি তালিকা তৈরি করে স্লিপ বিতরণ করেন। রোববার সকালে ওই ২০০ জনের মধ্যে শীতের কম্বল বিতরণ করেন তাঁরা।

কম্বল পেয়ে ষাটোর্ধ্ব গেপিলা হাসদা বলেন, ‘চালাও ওকান দূর খেয়োকি নেজ বছরদো জেস্তি রিয়াডগিয়া রেয়ার আডি জেস্তি এইকে কানা। ইঁয়ে কাথা আডিয়ার্ড গুরুত্বকো এমকানা।’

লাঠি হাতে ভর করে কম্বল নিতে লাইনে বসেছিলেন বেনেডিক কিস্কু। কম্বল পেয়ে তিনি বলেন, ‘গ্রামোত কাহো আসপার চায় না। সবাহে শহরত কম্বল দেওছে। নদীর কাছোত বাড়ি। ঠান্ডা হামার বেশি। ভালো হইলো তুমহারা আইজকা কম্বল দেওছেন।’

মায়ের নামে বরাদ্দ কম্বলের স্লিপ হাতে সুমনা হেমব্রম (১৪) বলেন, আমাদের মাটির ঘর। গরমের দিনে মাটির ঘর ঠান্ডা থাকে। আরাম পাওয়া যায়। শীতের দিনে এই ঘরে ঠান্ডা আরও বেশি হয়। কম্বল পেয়ে আমাদের জন্য ভালো হইলো।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধুসভার সদস্য নোভা, সাব্বির, মেহেগ, রাফিউল, আপেল, সাভা, রোজ, রিয়াদ, নাদিম, ইমরা, নাহিদ, ফিরোজ, নাসিব, ধ্রুবনীল, প্রথম আলো দিনাজপুর প্রতিনিধি রাজিউল ইসলাম, ফুলবাড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, আদিবাসী উন্নয়ন সমিতির চেয়ারম্যান চুন্নু টুডু, সিএম বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, স্থানীয় গণমাধ্যমকর্মী ওয়াহেদুল ইসলাম, রজ্জব আলী, আবু শহীদ, মেহেদী হাসান প্রমুখ।

শীতার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন। সহায়তা পাঠানো যাবে ব্যাংক ও বিকাশের মাধ্যমে। হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল
হিসাব নম্বর: ২০৭ ২০০ ১১১৯৪
ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।

অথবা বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে।