ভাষাশহীদদের প্রতি চট্টগ্রামবাসীর শ্রদ্ধা

ভাষাশহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বালন করে সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম জেলা ও মহানগর। রোববার সন্ধ্যায় মিউনিসিপ্যাল স্কুলের শহীদ মিনারে
ছবি: প্রথম আলো

শহীদ বেদিতে ফুল দিয়ে কৃতজ্ঞচিত্তে ভাষাশহীদদের স্মরণ করছে চট্টগ্রামবাসী। সোমবার মধ্যরাত এক মিনিটে একুশের প্রথম প্রহরে মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে চট্টগ্রামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাষ্ট্রীয় কার্যক্রম শুরু হয়।

একুশের প্রথম প্রহরে এ শহীদ মিনারে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রামের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। পরে বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর, মুক্তিযোদ্দা কমান্ডার মোজাফফর আহমেদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ ছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চাঁদের হাট, জেনারেল হাসপাতালসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এর আগে রোববার সন্ধ্যায় মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বালন করে সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম জেলা ও মহানগর।

আরও পড়ুন

উল্লেখ্য, এবার চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট হলের সামনের কেন্দ্রীয় শহীদ মিনারটি পুনঃনির্মাণের কারণে বন্ধ রাখা হয়েছে। এ কারণে বিকল্প হিসেবে মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের শহীদ মিনারে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন।

আরও পড়ুন