ভাসানচর থেকে পালানোর সময় ১৮ রোহিঙ্গা আটক

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর
ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালিয়ে যাওয়ার সময় ১০ শিশুসহ ১৮ রোহিঙ্গাকে আটক করেছেন স্থানীয় লোকজন। গতকাল বৃহস্পতিবার রাত দুইটার দিকে চেয়ারম্যান ঘাটের চতলার ঘাটসংলগ্ন জঙ্গল থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক হওয়া লোকজনকে রোহিঙ্গা পুনর্বাসন কর্তৃপক্ষে মাধ্যম ভাসানচরে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু জাহের।

আটক রোহিঙ্গারা হলেন মোহাম্মদ ইদ্রিস (৩৮), শুকতারা বেগম (২৮), মিজানুর রহমান (১২), তাসলিমা আক্তার (৯), নূর হাসান (১৭), নুরুল আমিন (৩৫), রাশিদা বেগম (৩০), রাজিনা আক্তার (১২), মুনতাহা আক্তার (৭), শাখায়েত হোসেন (৫), শাহীন ফাতেমা (৪), ফাহাদ হোসেন (৩), সৈয়দ আহম্মদ (৩৫), খতিজা বেগম (২৫), মিনারা বেগম (৬), নূর আক্কাস (৫), মোসাম্মৎ হুমায়রা (৩) ও মোহাম্মদ ইয়াছিন (২৫)।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনায়ারুল ইসলাম বলেন, সংঘবদ্ধ দালাল চক্রের মাধ্যমে বৃহস্পতিবার রাতে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে ১০ শিশু ও ৮ প্রাপ্তবয়স্ক রোহিঙ্গা নারী-পুরুষ নৌকায় করে পালানোর চেষ্টা করেন। রাত ২টার দিকে ভাসানচর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে নৌকাটি চেয়ারম্যান ঘাটের পশ্চিম পাশে চতলার ঘাটসংলগ্ন জঙ্গলে আসে এবং রোহিঙ্গাদের নামিয়ে দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাঁদের আটক করে পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ গিয়ে তাঁদের ফাঁড়িতে নিয়ে আসে।