ভাসানচরের অদূরে পণ্যবাহী জাহাজডুবি

দুর্ঘটনায় ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি হ্যাং গ্যাং-১।
ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের অদূরে বঙ্গোপসাগরে ডুবন্ত একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে পণ্যবাহী একটি জাহাজ ডুবে গেছে। দুর্ঘটনার সময় পণ্যবাহী জাহাজের নাবিকেরা মাছধরার ছোট নৌকায় উঠে প্রাণে রক্ষা পান।

আজ মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপপরিচালক মো. সেলিম প্রথম আলোকে এই তথ্য জানান।

দুর্ঘটনায় ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি হ্যাং গ্যাং-১। জাহাজটি পরিচালনা করছে এমজেড শিপিং লাইন।

জাহাজটিতে লোহার লম্বা পাইপ রয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে জাহাজটি দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পর জাহাজটির বেশির ভাগ অংশ ডুবে যায়।

বার্জের মতো জাহাজটি যেখানে ডুবেছে, সেখানে গত শনিবার এমভি ফুলতলা-১ নামের একটি জাহাজ ডুবে যায়। এরপর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ওই স্থান এড়িয়ে চলতে লাল বয়া স্থাপন করে। তারপরও একই জায়গায় দুর্ঘটনা ঘটল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ সূত্র জানায়, পণ্যবাহী জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবন্ত জাহাজের সঙ্গে ধাক্কা খায়। এতে পণ্যবাহী জাহাজটি ডুবে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপপরিচালক মো. সেলিম প্রথম আলোকে বলেন, ভাসানচর থেকে ১০ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজটি দুর্ঘটনায় পড়েছে। জাহাজটিতে পদ্মা সেতুর জন্য মালামাল নেওয়া হচ্ছিল। জাহাজটি এখনো পুরোপুরি ডোবেনি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।