ভিজিএফের টাকা বিতরণকালে হামলায় আহত যুবকের মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

যশোরের কেশবপুর উপজেলায় ভালনারেবল গ্রুপ ফিডিংয়ের (ভিজিএফ) টাকা বিতরণের সময় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার গভীর রাতে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়া ওই যুবকের নাম সোহান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার পৌর কারিগরি কলেজ প্রাঙ্গণে কেশবপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ৪০০ জন উপকারভোগীর মধ্যে ভিজিএফের টাকা বিতরণ করা হচ্ছিল। ওয়ার্ড কাউন্সিলর এবাদত সিদ্দিকী বেছে বেছে তাঁর সমর্থকদের টাকা দিচ্ছিলেন। এর প্রতিবাদ করেন পৌর নির্বাচনে পরাজিত প্রার্থী আবু কালামের লোকজন। এ সময় কাউন্সিলরের লোকজন লাঠি ও হকিস্টিক দিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে ২০ জন আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে সোহানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। পরে গতকাল বুধবার গভীর রাতে সোহান মারা যান।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন বলেন, এ ঘটনায় সোহানের চাচা বাদী হয়ে সাতজনকে আসামি করে কেশবপুর থানায় মামলা করেন। এতে কাউন্সিলর এবাদত সিদ্দিকীকে আসামি করা হয়েছে।