ভিসা ছাড়া অবস্থান, ভৈরবে দুই বিদেশি নাগরিক গ্রেপ্তার

গ্রেপ্তার ।
প্রতীকী ছবি

পাসপোর্ট ও ভিসা না থাকায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলা থেকে দুই বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় আজ শুক্রবার বিকেলে র‍্যাব বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা করেন।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন লাইবেরিয়ার বাসিন্দা দিরাজ নিউম্যাইডার (২৬) ও নাইজেরিয়ার সোনকামি (২৮)। ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বর এলাকা থেকে র‍্যাব তাঁদের আটক করে। তাঁরা নিজেদের ফুটবলার বলে দাবি করেন।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে র‍্যাবের সদস্যরা দেখতে পান ‘দুর্জয় ভৈরব’ চত্বর এলাকায় দুই বিদেশি নাগরিক দাঁড়িয়ে আছেন। র‍্যাব সদস্যরা গিয়ে তাঁদের কাছ থেকে জানতে চান, তাঁরা কোথা থেকে এসেছেন এবং কোথায় যাবেন। দুজনের কেউ প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে পারেননি। পাসপোর্ট কিংবা ভিসা দুটির একটিও দেখাতে পারেননি। শেষে তাঁদের র‌্যাব কার্যালয়ে রাখা হয়।

সেখানেও তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তাঁরা র‍্যাবকে জানায়, ফুটবল খেলা তাঁদের পেশা। দুই বছরের বেশি সময় ধরে তাঁরা বাংলাদেশে অবস্থান করছেন। ঢাকায় থাকেন। ফুটবল খেলতে তাঁরা এক দিন আগে এলাকায় এসেছেন। ঢাকায় ফিরে যেতে বাসে ওঠার অপেক্ষা করছিলেন। তবে কোথায় খেলেছেন কিংবা কোন দলের হয়ে খেলেছেন, এর কিছুই বলতে পারেননি তাঁরা। পরে তাঁদের বিষয়ে দূতাবাসে খবর নেওয়া হয়। সেখান থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয় দুজনেরই ভিসার মেয়াদ অনেক আগে শেষ হয়ে গেছে। পরে তাঁদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার বৈদেশিক নাগরিক–সম্পর্কিত আইন ১৯৪৬ সালের ১৪ ধারায় মামলাটি হয়।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন বলেন, যাঁর আমন্ত্রণে খেলতে গিয়েছেন বলে দাবি করেন, তাঁর ফোন নম্বরে কল দেওয়া হয়েছে। কিন্তু রিং হলেও ওই ব্যক্তি ফোন ধরছিলেন না। ফলে সন্দেহ বাড়ে। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মামলা করা হয়।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আলী মোহাম্মদ রাশেদ বলেন, মামলা হওয়ার পর তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।