ভুল নম্বরে পাঠানো কৃষকের ৪৫ হাজার টাকা উদ্ধার করে দিল পুলিশ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভুলবশত একজনের মোবাইল ব্যাংকিং নম্বরে এক কৃষকের পাঠানো ৪৫ হাজার টাকা উদ্ধার করে দিয়েছে পুলিশ। আজ রোববার উদ্ধার করা টাকা মালিকের কাছে বুঝিয়ে দেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

গত বৃহস্পতিবার ঘটনাটি উল্লেখ করে জগন্নাথপুর পৌরসভার কেশবপুর এলাকার কৃষক সুলতান মিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এরপর টাকা উদ্ধারে কাজ শুরু করে পুলিশ।

পুলিশ জানায়, সুলতান মিয়ার কাছে তাঁর ছোট ভাই পোশাককর্মী এমরান মিয়া ঘর সংস্কারের জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাতে গিয়ে অন্য নম্বরে পাঠিয়ে দেন। পরবর্তীকালে ওই নম্বরে যোগাযোগ করলে মুঠোফোন নম্বরটি বন্ধ পান সুলতান। তিনি থানায় জিডি করলে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ওবায়দুল্লাহ তদন্তের দায়িত্ব নেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে ওই নম্বরের প্রকৃত মালিককে খুঁজে বের করেন এবং ৪৫ হাজার টাকা উদ্ধার করেন তিনি।

টাকা ফেরত পেয়ে সুলতান মিয়া বলেন, ‘পুলিশের আন্তরিকতায় দ্রুত টাকা ফেরত পেয়ে আমি খুব খুশি। পুলিশ আন্তরিকভাবে সহযোগিতায় এগিয়ে না এলে ভাইয়ের পাঠানো ঘর সংস্কারের টাকা হারিয়ে ফেলতাম।’

জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘ভুল করে বিকাশের মাধ্যমে পাঠানো টাকা উদ্ধার করে মালিকের কাছে বুঝিয়ে দিতে পেরে খুব ভালো লাগছে।’