ভেঙে পড়া বিদ্যুতের খুঁটি না সরানোয় চাষাবাদ ব্যাহত

বন্যার পানির তোড়ে বিদ্যুতের খুঁটি আবাদি জমির ওপর পড়ে আছে। গত শনিবার বিকেলে মির্জাপুরের রোয়াইল এলাকায়।
ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের মির্জাপুরে বন্যার পানির তোড়ে পল্লী বিদ্যুতের নবনির্মিত লাইনের অন্তত ১৫টি খুঁটি রাস্তার পাশে আবাদি জমির ওপর পড়ে যায়। প্রায় সাড়ে তিন মাস পরও খুঁটিগুলো না সরানোয় আবাদ করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন এলাকাবাসী।

মির্জাপুর পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্র মতে, প্রায় এক বছর আগে ঢাকার ধামরাই থেকে মির্জাপুরে বিদ্যুৎ সরবরাহের জন্য ৩৩ হাজার ভোল্টের সঞ্চালনলাইন স্থাপনের কাজ শুরু হয়। এ জন্য মির্জাপুর-ওয়ার্শী-বালিয়া সড়কসহ সংশ্লিষ্ট বিভিন্ন এলাকায় খুঁটি স্থাপন ও তার টাঙানোর কাজ করেন সংশ্লিষ্ট ঠিকাদার। এরই মধ্যে দীর্ঘস্থায়ী বন্যার কারণে গত আগস্টের দ্বিতীয় সপ্তাহের দিকে সড়কটির রোয়াইল এলাকায় প্রথমে রাস্তার ওপর বিদ্যুতের একটি খুঁটি পড়ে যায়। এতে ওই রাস্তায় জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে। এরপর পর্যায়ক্রমে রাস্তার পাশে ও এর পাশে থাকা জমিতে ওই এলাকার অন্তত ১৫টি খুঁটি একেবারেই পড়ে যায়। আর হেলে পড়ে আরও কয়েকটি খুঁটি।

গত শনিবার সরেজমিনে দেখা গেছে, রাস্তাটির পূর্ব পাশে খুঁটিগুলো পড়ে আছে, যার অধিকাংশই আবাদি জমির ওপর রয়েছে। জমিগুলো থেকে এরই মধ্যে পানি নেমে গেছে। আগে স্থানীয় ব্যক্তিরা ওই জমিতে চলতি মৌসুমের সময় শর্ষেসহ বিভিন্ন ফসলের আবাদ করতেন। কিন্তু যেসব জমিতে খুঁটি পড়ে আছে, সেখানে কৃষকেরা আবাদের জন্য জমি প্রস্তুত করতে পারছেন না।

রুয়াইল গ্রামের হারান মিয়া বলেন, ‘খাম্বিগুলা (খুঁটি) কত দিন ধইর্যা পইরা রইছে কোনো লোক অ্যায়া দ্যাহে না। জমিগুনা বুনার সময় শ্যাষ অয়্যা যাইতাছে, তা–ও খাম্বি সরাইত্যাছে না।’

মুঠোফোনে টাঙ্গাইল পল্লী বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী শাহীনুর রহমান বলেন, খুঁটিগুলো প্রতিস্থাপন করার জন্য ঠিকাদারকে চাপ দেওয়া হয়েছে। শিগগিরই কাজটি শেষ হবে।