ভেজা আঙুলে মোটরের সুইচ দিতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দায় ভেজা শরীরে পানির মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে পূর্ব জিগাতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. আজিজুল হক (৪০)। লেংগুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইদুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহত আজিজুল হক ওই গ্রামের মো. ফজলুল হকের ছেলে। জিগাতলা বাজারে তাঁর স্টুডিও ব্যবসা রয়েছে।

আজিজুল হক সকাল ৯টার দিকে নিজ বাড়ির বাথরুমে গোসল করছিলেন। এ সময় পানির ট্যাংক শূন্য হলে ভেজা শরীরে মোটরের সুইচ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, আজিজুল হক সকাল ৯টার দিকে নিজ বাড়ির বাথরুমে গোসল করছিলেন। এ সময় পানির ট্যাংক শূন্য হলে ভেজা শরীরে মোটরের সুইচ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি দেখে তাঁর ভাই ইমাম হোসেন তৎক্ষণাৎ মেইন সুইচ বন্ধ করলেও ততক্ষণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, আজিজুল হকের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।